বিদেশি খেলোয়াড় কমানোর ভাবনা বিসিবির

ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট পাঁচটি দল। এর আগে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
বিপিএল ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারের আসরে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমানোর চিন্তা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি দল কমে যাওয়ায় দেশি খেলোয়াড়দের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
আগের আসরে প্রতিটি দলের একাদশে চারজন বিদেশি খেলোয়াড় রাখার নিয়ম ছিল। এবার সেই সংখ্যা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, ‘অনেক কিছুই হতে পারে—মূল লক্ষ্য থাকবে আমাদের দেশি খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করা। পাঁচটি দলে যতজন স্থানীয় ক্রিকেটার খেলতে পারে, সেটি কোনো শর্তের মাধ্যমে বাড়ানো যায় কি না, আমরা সেটা ভাবছি। তবে দল কমে যাওয়ায় যোগ্য অনেক খেলোয়াড় সুযোগ হারাতে পারেন, এটা সত্যিই দুঃখজনক।’
অন্যদিকে, বিপিএলের সময়সূচি এবার পড়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে। একই সময়ে আইএল টি–টোয়েন্টি এবং অন্য দুই লিগে অনেক বিদেশি ক্রিকেটার ব্যস্ত থাকবেন। ফলে খেলোয়াড়দের উপস্থিতি সীমিত হতে পারে বলে জানিয়েছে বিসিবি।
গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘একই সময়ে তিনটি লিগ চলবে—এটা মাথায় রেখেই আমরা নমনীয় হচ্ছি। এবার কোনো নির্দিষ্ট রেজিস্ট্রেশন ক্যাপ দিইনি। চাইলে কোনো বড় খেলোয়াড় দুটি ম্যাচ খেলতেও আসতে পারেন। এমনকি অল্প সময়ের জন্য হলেও, সেটাই আমাদের জন্য বড় পাওয়া।’
এদিকে, গত বিপিএলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কয়েকজন ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রতি কঠোর অবস্থান নিয়েছে বোর্ড। জানা গেছে, তাদের কাছে বিশেষ চিঠি পাঠিয়ে আসন্ন আসরে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ







