কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা-নির্বাচনী প্রস্তুতি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে আমুয়া ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
এছাড়া বক্তৃতা দেন ঝালকাঠি জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, আমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুল হক পান্না গোলদার, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও কাঠালিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন- রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার, কাঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন ইসমাইল মাষ্টার ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ভিওডি বাংলা/মো. মাহিন খান/ জা







