• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে জনগণের আস্থায় বিএনপি বিজয়ী হবে: ডা. জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পি.এম.
ডা. জাহিদ হোসেন-ছবি-ভিওডি বাংলা

নবাবগঞ্জ, দিনাজপুর -তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন ও জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। 

বৃহস্পতিবার  (৬ অক্টোবর) নবাবগঞ্জে মতবিনিময় সভায় এমন কথা বলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের প্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপি সব শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্ব দিয়ে এসেছে। ইসলামী শিক্ষার পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষাকেও আমরা সমানভাবে উৎসাহিত করি। আমাদের লক্ষ্য ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে সবার জন্য ন্যায় ও সমান সুযোগ নিশ্চিত করা।”

নবাবগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় শতাধিক বীরমুক্তিযোদ্ধা, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। উপস্থিত ধর্মীয় নেতারা মতবিনিময় সভাকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে স্বাগত জানান।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মোক্তাদির হোসেন বকুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি