শেরপুরে বাংলাদেশ মুসলিম লীগের কর্মীসভা অনুষ্ঠিত

শেরপুর জেলা বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় শহরের আলিশান কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- সাবেক কাউন্সিলর ও শেরপুর জেলা মুসলিম লীগের আহ্বায়ক মো. হারুন জিলানী সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক রুবেল বিন গফফার।
এছাড়া সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন আপেল, মামুন তালুকদার, লেবু মিয়া, আব্দুল মালেক, মো. আলম, এস.এ. বাবুল, বাবুল আহমেদ, আব্দুস সোবহান মাস্টার ও হাদিউল ইসলাম ইনু প্রমুখ।
সভায় জানানো হয়, যেহেতু এ কর্মীসভা ছিল ঘরোয়া পরিসরে, তাই আজ কোনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। আগামী ১৪ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শেরপুর জেলা মুসলিম লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, মুসলিম লীগ জাতীয়তাবাদে বিশ্বাসী একটি দল। সেই ধারাবাহিকতায় শেরপুর জেলা শাখার পক্ষ থেকে বিএনপির শেরপুর-১ আসনের নেত্রী ড. সানসিলা প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ভিওডি বাংলা/মো. মাকসুদুর রহমান/জা







