নলছিটিতে যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পৌরসভার পূর্ব মালিপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুলাল শরীফের গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বিগত স্বৈরাচার সরকারের আমলে দুলাল শরীফ প্রভাব বিস্তার, চাঁদাবাজি ও রাজনৈতিক দাপট ছিলো চোখে পড়ার মতো। তার গ্রেপ্তারের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলে জানান একাদিক স্থানীয় বাসিন্দারা।
৫ আগস্ট ঐতিহাসিক বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তারা আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক মহল। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপিসহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীরা।
এবিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুলাল শরীফের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।”
ভিওডি বাংলা/মশিউর রহমান রাসেল /জা







