• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোমাঞ্চকর ম্যাচে ৩ রানে জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক    ৬ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পি.এম.
তীরে এসে তরী ডুবল ওয়েস্ট ইন্ডিজের। সংগৃহীত ছবি

অকল্যান্ডে রোমাঞ্চকর এক ম্যাচে মাত্র ৩ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকরা জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল।

২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩তম ওভারে রোস্টন চেজকে হারিয়ে ৬ উইকেটে ৯৩ রানে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তখন সহজ জয়ের আভাস পাচ্ছিল কিউইরা। কিন্তু রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড সপ্তম উইকেট জুটিতে ৬২ রানের ঝড় তোলেন, পাল্টে দেন ম্যাচের হিসাব।

জুটিতে ৬২ রানের ঝড় তোলেন রোমারিও শেফার্ড ও রভম্যান পাওয়েল।

শেফার্ড ১৬ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৪ রানে আউট হলেও শেষ দিকে ম্যাথু ফোর্ড ঝড় তোলেন। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। প্রথম তিন বলে দুটি চার মেরে উত্তেজনা ছড়ালেও চতুর্থ বলে চাপম্যানের ক্যাচে ফেরেন পাওয়েল। ১৬ বলে ১ চার ও ৬ ছয়ে ৪৫ রান করেন তিনি। শেষ দুই বলে কাইল জেমিসন মাত্র ২ রান দিয়ে নিউজিল্যান্ডকে জয় এনে দেন।

ফোর্ড ১৩ বলে দুটি করে চার ও ছয়ে ২৯ রানে অপরাজিত থাকেন। আগেই আলিক অ্যাথানেজ করেছিলেন ৩৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

মার্ক চাপম্যান ৭৮ রানের ইনিংস খেলেন।

এর আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে বড় স্কোর এনে দেন মার্ক চাপম্যান। ২৮ বলে ৬ চার ও ৭ ছয়ে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ড্যারিল মিচেল (১৪ বলে ২৮) ও মিচেল স্যান্টনার (৮ বলে ১৮*) দ্রুত রান তুলে দলের সংগ্রহ দাঁড় করান ৫ উইকেটে ২০৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২০৭/৫ (চ্যাপম্যান ৭৮, রবিনসন ৩৯, মিচেল ২৮*; চেজ ২/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৪/৮ (পাওয়েল ৪৫, শেফার্ড ৩৪, অ্যাথানেজ ৩৩, ফোর্ড ২৯; স্যান্টনার ৩/৩১, সোধি ৩/৩৯)।
ফল: নিউজিল্যান্ড ৩ রানে জয়ী। সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১–১ সমতা। ম্যান অব দ্য ম্যাচ: মার্ক চ্যাপম্যান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়
অতিরিক্ত ব্যস্ততায় শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে নেই বাংলাদেশ
অতিরিক্ত ব্যস্ততায় শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে নেই বাংলাদেশ