• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাগদাফার্ম হত্যাকাণ্ড:

ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি

রাজশাহী প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ সাগরদিঘী বাগদাফার্মে আদিবাসীদের পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত ও শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু হত্যার বিচার দাবি করেছেন জাতীয় আদিবাসী নেতারা।    

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজশাহী নগরীর গণকপাড়া এলাকায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় নেতারা এই দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গণেশ মার্ডি।  

বক্তারা বলেন, আদিবাসীদের ভূমি রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাগদাফার্মে হামলার ৯ বছর পার হলেও এখনও অপরাধীদের বিচার হয়নি। দীর্ঘদিন ধরে আদিবাসীদের জমি জবরদখল, নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটছে, কিন্তু এসব ঘটনায় ন্যায়বিচার হয়নি।

অতএব তারা বাগদাফার্মে হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং আদিবাসীদের পৈতৃক জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। 

সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সহ-সভাপতি রাজকুমার শাও, গোদাগাড়ী উপজেলা সভাপতি রবিন হেমব্রম, অজিত মুন্ডা, অজয় লাকড়া, সীমা মুন্ডা, শ্যামল টুডু প্রমুখ। সভার শুরুতে নিহত শ্যামল হেমরম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডুর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

ভিওডি বাংলা/ছোটন সরদার/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
নলছিটিতে যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ গ্রেপ্তার
নলছিটিতে যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ গ্রেপ্তার