টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক খোন্দকার আজিম আহমেদ বলেছেন, “কোনো টিকা কাউকে জোর করে দেওয়া যায় না। যারা এখনো টিকা নেননি, তাদের সচেতন করতে হবে এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, টাইফয়েড টিকাদান কার্যক্রমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রাসিক আয়োজিত ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোন্দকার আজিম আহমেদ বলেন, “টিকা প্রদানে দেশের আট বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ এখনও প্রথম অবস্থানে রয়েছে-এটা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি স্কুল পর্যায়ে যারা টিকা থেকে বাদ পড়েছে, তাদের অন্তর্ভুক্ত করতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগকে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন।
সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম জানান, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের ৬২১টি স্কুলে লক্ষ্যমাত্রা ছিল ৯৮ হাজার ২৫৫ জন শিশুকে টিকা দেওয়া। এর মধ্যে ৯৪ হাজার ১১০ জন শিশু টিকা পেয়েছে, যা শতকরা ৯৫.৭৮ ভাগ।
তিনি আরও জানান, ১ নভেম্বর থেকে কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যেখানে ৪ নভেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ১৯.২৫ শতাংশ বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।
সমন্বয় সভায় রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, জেলা ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/মো. রমজান আলী/জা







