দেশ বদলাবে নতুন নেতৃত্বে
মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশের মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন ফর্ম উন্মুক্ত করেছে। সৎ, যোগ্য ও জনগণের কাছে দায়বদ্ধ নেতৃত্ব গঠনের লক্ষ্যে এনসিপি নতুন প্রজন্মের রাজনীতিকদের সুযোগ দিতে এই প্রক্রিয়া শুরু করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরস্থ দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি প্রকাশ করা হয়।
মনোনয়ন ফর্ম সংগ্রহের সুযোগ থাকবে দুইটি পদ্ধতিতে: অনলাইন ও অফলাইন।
অনলাইন পদ্ধতি:
যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
অফলাইন পদ্ধতি:
মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে:
ক) সরাসরি এনসিপি-র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করা যাবে। যোগাযোগ:- সাইফুল্লাহ হায়দার ০১৬৮০৭৫৪২৮২
খ) মুখ্য সংগঠকদ্বয় (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।
আগামী ১৩ নভেম্বরের মধ্যে আবেদন ফর্ম জমা
ফর্মে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, নির্বাচনী এলাকা, পূর্বে রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা ইত্যাদি মৌলিক তথ্য পূরণ করতে হবে।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, আমরা রাজনীতিকে জনগণের সেবার ক্ষেত্র হিসেবে দেখি, ব্যবসা বা ব্যক্তিগত আয়-রোজগারের মাধ্যম হিসেবে নয়। সবচেয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন বাণিজ্যের ধারা আমরা ভেঙে দিতে চাই।
কমিটি প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দলীয় প্রতিনিধি নয়, জনগণের প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। আমরা স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকদের হাতে আগামী সংসদ ন্যস্ত করতে চাই।
জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, পরিবর্তনের জন্য প্রয়োজন - নতুন চিন্তা, নতুন নেতৃত্ব। এসময় নেতৃবৃন্দ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী সকলকে বিনা সংকোচে আবেদন ফর্ম সংগ্রহ করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও মো. তারিকুল ইসলাম।
ভিওডি বাংলা/ এমএইচ




