ঘোষণা এলো বিপিএলের দল তালিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে অংশগ্রহণকারী দলগুলোর তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে ফ্র্যাঞ্চাইজিগুলোর নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়েছে।
গভর্নিং কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, সব শর্ত পূরণের পর পাঁচটি ফ্র্যাঞ্চাইজি আসন্ন মৌসুমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে। নতুন মৌসুম শুরুর আগে এটি একটি “গুরুত্বপূর্ণ মাইলফলক” বলেও উল্লেখ করা হয়।
অনুমোদন পাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো:
১. ঢাকা ক্যাপিটালস
২. রংপুর রাইডার্স
৩. সিলেট টাইটানস
৪. রাজশাহী ওয়ারিয়র্স
৫. চিটাগং রয়েলস
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট, আর ডিসেম্বরের মাঝামাঝি মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর।
ভিওডি বাংলা/ আরিফ







