• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিলামের আগেই দল পেলেন তানজিদ হাসান তামিম

স্পোর্টস ডেস্ক    ৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পি.এম.
সংগৃহীত ছবি

বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের আগেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত। এরই মধ্যে রাজশাহী দলটি জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, তামিমকে ঘিরেই ব্যাটিং লাইনআপ সাজানোর পরিকল্পনা করছে রাজশাহী। বাংলাদেশের জার্সিতে তিনি এখন পর্যন্ত ৪২টি টি-টোয়েন্টিতে করেছেন ১,০৫৬ রান। বিপিএলে আরও সফল এই বাঁহাতি ব্যাটার ২৬ ইনিংসে করেছেন ৮৮০ রান, স্ট্রাইকরেট ১৩৭। সর্বশেষ আসরে ঢাকার হয়ে ১২ ম্যাচে ৪৪ গড়ে ৪৮৫ রান করেছিলেন তিনি।

এর আগে, নাবিল গ্রুপের মালিকানাধীন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি তাদের প্রধান কোচ হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে। তিনি বিসিবির অনূর্ধ্ব–১৭ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
কোহলির চ্যালেঞ্জ ‘মিশন ৩৪৩’
কোহলির চ্যালেঞ্জ ‘মিশন ৩৪৩’
তামিম ইস্যুতে অনড় নাজমুল ইসলাম
ক্রীড়াঙ্গনে ফের উত্তাপ তামিম ইস্যুতে অনড় নাজমুল ইসলাম