৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ

একই ক্যাডার ও নিম্ন পছন্দক্রমের পদে মনোনয়ন বাতিল করে প্রকাশিত হয়েছে ৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত ফলাফল। এতে বিজ্ঞাপিত ১,৭১০টি শূন্য পদের বিপরীতে ১,৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু মনোনয়ন না পাওয়া ৭,৫৪৯ জন প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এই ফলাফলে জানানো হয়, একই ক্যাডারে আগেই নিয়োগপ্রাপ্তদের পুনরায় সুপারিশ রোধে বিসিএস বিধিমালা সংশোধন করা হয়েছে। গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত গেজেট প্রকাশের পর ফল প্রকাশে আর কোনো বাধা থাকেনি।
পিএসসি জানিয়েছে, একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশ পাওয়া প্রার্থীদের কারণে কিছু পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় বিধি সংশোধন করে রিপিট ক্যাডারদের তথ্য যাচাইয়ের পর নতুন ফল প্রকাশ করা হয়।
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে, যেখানে উত্তীর্ণ হন ১৫,৭০৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১,৭৩২ জন, এবং ৩০ জুন মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১,৬৯০ জনকে সুপারিশ করা হয়েছিল।
বিস্তারিত ফলাফল জানতে এখানে ক্লিক করুন।
ভিওডি বাংলা/ আরিফ
ফলাফল জানতে পিডিএফ ডাউনলোড করুন




