• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে বিএনপির ৩১ দফা প্রচার

হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে মিছিল

মাদারীপুর প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পি.এম.
মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে পৌঁছে দিতে এবং মাদারীপুর-২ আসনে নারী নেত্রী হেলেন জেরিন খানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবিতে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মিছিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের পুনর্গঠন ও জনগণের মুক্তির রূপরেখা। একইসঙ্গে তারা মাদারীপুর-২ আসনে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবি পুনর্ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
৬ মাস পর ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কালুখালী রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প