• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গোলাবর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    ৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পি.এম.
শান্তি আলোচনা চলার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণের অভিযোগ তুলেছে কাবুল সরকার। সংগৃহীত ছবি

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে শান্তি আলোচনা চলার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণের অভিযোগ তুলেছে কাবুল সরকার। আফগান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে।

সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে পাকিস্তানি বাহিনী আফগান সীমান্তের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ চালায়। তবে “ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে” আফগান সেনারা এখনো পাল্টা হামলায় যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটে, যাদের মধ্যে ৫০ জনই আফগান বেসামরিক নাগরিক, জাতিসংঘের এমন তথ্য প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে প্রাণঘাতী সংঘাত দুই দেশের মধ্যে।

২০২১ সালে তালেবান কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটছে। সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা, ড্রোন হামলা ও পাল্টা অভিযানের অভিযোগে দুই দেশই পরস্পরকে দায়ী করছে।

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় দুই দেশ ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তবে গত সপ্তাহে ইস্তাম্বুলে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থা দেখা দেয়।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার নতুন দফা শুরু হওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি কোনো পক্ষ। কূটনৈতিক মহল আশঙ্কা করছে, এই আলোচনা ব্যর্থ হলে দুই দেশের সীমান্তে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে ৬০ বছরের রেকর্ড ভাঙলেন মামদানি
নিউইয়র্কে ৬০ বছরের রেকর্ড ভাঙলেন মামদানি
নির্বাচনে জিতেই ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি
নির্বাচনে জিতেই ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি