• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিক নির্যাতন মামলায় কৃষকদল নেতা কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পি.এম.
সাংবাদিক নির্যাতন মামলায় জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন কারাগারে। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে পুলিশ শাহাদাতকে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, আদালতের নির্দেশে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী তারিখে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বিকালে এই হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আহত সাংবাদিক মো. আকাশ বাদী হয়ে শাহাদাত, শহীদ এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আকাশ অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।

মামলার এজাহারে বলা হয়েছে, ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর জমি দখল করে তার পরিবারকে তিনদিন অবরুদ্ধ করে রাখেন শাহাদাত ও তার সহযোগীরা। এই ঘটনায় সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক আকাশ, ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও সহকারী আয়াজ রেজা আরজুর ওপর হামলা চালানো হয়।

হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে, এবং প্রায় তিন ঘণ্টা আটকে রেখে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারধর করে। পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদাতকে আটক করে। হামলার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি
নলছিটিতে যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ গ্রেপ্তার
নলছিটিতে যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ গ্রেপ্তার