আল্লাহকে সাক্ষী রেখে বলছি
আমরা সরকার গঠন করলে বিএনপিকেও সঙ্গে নেবো : ডা. শফিকুর

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের বন্ধু প্রতীম সংগঠন বলেছে, আমাদের ছাড়া তারা অন্যদের নিয়ে সরকার গঠন করবে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সরকার গঠন করলে তাদেরকেও সঙ্গে নেবো। তবে তারা যদি ক্ষমতায় গিয়ে উল্টাপাল্টা করে, তাদের ছাড় দেবো না। আগে যেমন জীবন বাজি রেখে আন্দোলন করেছি, এবারও তেমন আন্দোলন করবো।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মহানগর ও সদর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারের সময়কালীন নির্যাতনের কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘৫ আগস্টের রাতে চাইলে আমরা নেতাকর্মীদের বলতে পারতাম, যে যা ক্ষতি করেছে তাদের সঙ্গে মোলাকাত করে আসো। তখন দেশ বধ্যভূমি হয়ে যেত। কিন্তু আমরা ধৈর্য ধরেছি। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।’
তিনি বলেন, ‘কেউ গণপিটুনিতে মারা গিয়েও হয়েছে জুলাই যোদ্ধা। এটা যারা করেছে তারা ঠিক করেনি। একদল টাকা লুট করে পালাবে, আরেকদল বিদেশে বেগম পাড়া করবে— এটা আমরা চাই না। বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই, সুবিচার কায়েম করতে চাই। জায়গায় জায়গায় ইঁদুর বসে আছে, সেই ইঁদুর তাড়াতে চাই।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘সরকার পতনের পরের দুই দিনে পাঁচ হাজার খুন হয়নি, এমনকি পাঁচজনও খুন হয়নি। তবে কয়েক মাসের মধ্যে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। আমরা ন্যায় ও সত্যের পথে ছিলাম বলেই আওয়ামী লীগ আমাদের সহ্য করতে পারেনি। তারা আমাদের নেতাকর্মীদের হত্যা ও গুম করেছে, দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল, হাজার কোটি টাকা লুট করেছে। সাড়ে ১৫ বছর আমরা মজলুম ছিলাম।’
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির হাফিজ ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন নায়েবে আমির নূরুল ইসলাম বাবুল।
এছাড়া বক্তব্য দেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ।
ভিওডি বাংলা/ আরিফ



