• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে নোবিপ্রবি শিক্ষার্থী মুসলেহ শাফীর মৃত্যু

ক্যাম্পাস প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ১১:১৩ এ.এম.
নোবিপ্রবি শিক্ষার্থী মুসলেহ শাফীর ডেঙ্গুতে মৃত্যু -ছবি সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) বিভাগের শিক্ষার্থী মুসলেহ শাফী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মুসলেহ শাফী নোবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড জেলার চৌধুরী পাড়ার কলেজ রোড এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে মুসলেহ শাফী ছিলেন সবার বড়।
 
জানা গেছে, প্রায় দুই মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন মুসলেহ শাফী। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে, এরপর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ক্যাম্পাসে তার আতর ও বইয়ের দোকান ছিল।

সহপাঠী ওয়াসিফ আসিফ বলেন, শাফী ছিল পরিশ্রমী, মেধাবী ও মিশুক শিক্ষার্থী। সে প্রায়ই অসুস্থ থাকত। প্রথমে ওর জন্ডিস ধরা পড়ে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়। ওর মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকে ডুবিয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন বলেন, শাফী সেই প্রথম যখন ক্যাম্পাসে আসে, তখন থেকেই সবাই ওকে আলাদা করে চেনে। শুরু থেকেই ক্যাম্পাসে বিভিন্ন রকম বই ও আতরের পসরা সাজিয়ে বসত। মসজিদের সামনে, শান্তিনিকেতনে প্রায় সময় ওকে আতর বিক্রি করতে দেখতাম। আমার ওকে এত ভালো লাগতো! কী শান্ত ছিল ওর ব্যবহার, মাশা-আল্লাহ।"

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের জন্য এক বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তবু আপনার কাছে মাথা নত করব....
তবু আপনার কাছে মাথা নত করব....
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত
ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত