• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৮ আসনে হেলাল উদ্দিনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ১১:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার  (৭ নভেম্বর) সকাল ১০:২০ মিনিটে শোভাযাত্রাটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়।

প্রাথমিকভাবে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। এরপরে একটি ছাদ খোলা গাড়িতে হেলাল উদ্দিন দাঁড়িয়ে হাত নেড়ে সমর্থকদের স্বাগত জানান। পরবর্তীতে আরও কয়েকশো মোটরসাইকেল শোভাযাত্রায় যোগ দেয়, যেখানে প্রতি মোটরসাইকেলে দুইজন করে জামায়াত কর্মী ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই হেলমেট পরেননি।

শোভাযাত্রার সময় জামায়াত কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহ হু আকবার’, ‘আমাদের মাঝে কোন ভাই আছে? কোন সে ভাই? হেলাল ভাই, হেলাল ভাই’ স্লোগান দিতে থাকেন।

শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্যভবন, হাইকোর্ট, মাজার, কর্মচারী হাসপাতাল, সিটি কর্পোরেশন, মাজার দক্ষিণ গেট, বঙ্গভবন, দৈনিক বাংলা, শাপলা চত্বর, নটরডেম, আল হেলাল, জোন বাজার, কামলাপুর, সেন্টার পয়েন্ট, মির্জা আব্বাস কলেজ, আমতলা, রাজারবাগ, মালিবাগ, মগবাজার, সাবেক রমনা থানা, বেইলি রোড, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, দৈনিক বাংলা হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
তারেক রহমান বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন
স্বদেশ প্রত্যাবর্তনে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন