• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরের গণমাধ্যম কর্মীদের সাথে নাদিরা মিঠু চৌধুরীর সংবাদ সম্মেলন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ১২:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাদারীপুর-১(শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী নাদিরা মিঠু চৌধুরীর শিবচর ও মাদারীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে-এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শিবচরের মাদবরেরচর নিজ বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীর সভাপতিত্বে এবং শিবচর উপজেলা যুবদল নেতা সাইদুর রহমান সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভা শুরু হয়। 

সংবাদ সম্মেলনে শিবচর উপজেলা বিএনপির নেতা মনির মোল্লা বলেন,আওয়ামী লীগের আমলে আমাদের নেত্রী সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার হয়েছে।তাঁর স্বামী হারিয়েছে, তাঁর ছেলে হারিয়েছে।আওয়ামী  লীগের আমলে প্রত্যেকটি সভা সমাবেশে  অনুষ্ঠিত হয়েছে সেখানে আমার নেত্রী  অংশগ্রহন করেছে।আওয়ামী লীগ ভারতের মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। যাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু এ দেশের মানষ বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগ নির্বাচন করতে পারবেন না। এদেশের মানুষ তা হতে দেবে না। বাংলাদেশ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাচ্ছে না।

এসময় তিনি আরো বলেন,দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ আমাদের একঘরে করে রেখেছিলো।আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারিনি। জনগনের জানমালের কোন নিরাপত্তা ছিলোনা।আমাদেরকে শারিরীকভাবে,মানসিকভাবে এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত করেছে।জেল জুলুম,জরিমানা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছিলো।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান,কাঁঠালবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তফা বেপারী, শিবচর উপজেলা বিএনপির নেতা মোশারফ মুন্সি,মাদবরেরচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সেলিম শেখ,শিবচর উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক শামীম ফরাজী, যুবদল নেতা শেখ মামুন,মাদারীপুর জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল মুন্সি,সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মোড়ল,মাদবরেরচর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রেজাউল করিম, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজম উকিলসহ আরো অনেকে।

এসময়ে শিবচর ও মাদারীপুরের প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : সৈকত
ভেঙে যাওয়া সংগঠনকে পুনর্গঠিত করতে এসেছি : সৈকত
কিশোরগঞ্জ ইকবালের সমর্থনে ট্রেন আটকিয়ে গণমিছিল
কিশোরগঞ্জ ইকবালের সমর্থনে ট্রেন আটকিয়ে গণমিছিল
গোবিন্দগঞ্জে অচেতন অবস্থায় ৭ জন উদ্ধার
গোবিন্দগঞ্জে অচেতন অবস্থায় ৭ জন উদ্ধার