• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর-২ মনোনয়নের দাবিতে মিছিল

মাদারীপুর প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-২ আসনে জেলা বিএনপি’র সদস্য সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল করেছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে শহরের চৌরাস্তা থেকে একটি মিছিল বের হয়ে ইটেরপুলে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা। 

এ সময় তারা মাদারীপুর-২ আসন থেকে সচিব জানান্দার আলী জাহানকে মনোনয়ন দিতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া। 

বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছে জাহান্দার আলী জাহান। অথচ ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বড় বড় নেতার জন্ম হয়েছে। তারা মাদারীপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে মাঠে নেমেছে। কিন্তু বিগত দিনে তাদের কোনো অস্তিত্বই মাদারীপুরে ছিল না। সাধারণ কর্মীদের খোঁজ খবরও নেয়নি তারা। 

এ সকল প্রত্যাশীদের মনোনয়ন না দেয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি’র প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি ত্যাগী নেতা জেলা বিএনপি’র সদস্য সচিব জানান্দার আলী জাহান মনোনয়ন নিতে জোর সুপারিশ করেন তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুবলীপাড়া জুয়ার আসরে অভিযানে এক জুয়ারী আটক
কুবলীপাড়া জুয়ার আসরে অভিযানে এক জুয়ারী আটক
রাজারহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজারহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজশাহীতে বাড়ছে এইডস রোগীর সংখ্যা
রাজশাহীতে বাড়ছে এইডস রোগীর সংখ্যা