• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসের দাম চড়া

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতের সবজির উপস্থিতি ক্রেতাদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে। বাজারে ইতিমধ্যেই ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, গাজরসহ বিভিন্ন শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। এর ফলে টানা কয়েক মাস ঊর্ধ্বমুখী থাকা সবজির দাম এখন প্রায় অর্ধেকে নেমেছে।

আগের কয়েক মাসে সবজির দাম ক্রমশ বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল। এখন শীতকালীন সবজি বাজারে আসায় বিক্রেতারা কম দামে বিক্রি করছেন। আগে যেসব সবজির দাম ৮০-১০০ টাকা ছিল, তা এখন ৪০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা আশা করছেন, শীতভর দাম আরও কমে যাবে।

পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে যা জানালো কেন্দ্রীয় ব্যাংকপাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে যা জানালো কেন্দ্রীয় ব্যাংক

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর কয়কটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বরবটি ৬০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি (ছোট) প্রতি পিস ৪০-৫০ টাকা এবং বাঁধাকপি (ছোট) ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

রামপুরা কাঁচাবাজারের ক্রেতা মো. আলম জানিয়েছেন, ‘দুই সপ্তাহ আগেও ফুলকপি ১০০ টাকায় ছিল, এখন ৫০-৬০ টাকায় পাচ্ছি। শীতের সবজি উঠতে থাকলে দাম আরও কমবে।’

সবজি বিক্রেতা জামাল বলেন, ‘আগাম মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় পাইকারি দামে কিছুটা স্বস্তি এসেছে। তবে পরিবহন ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দাম পুরোপুরি কমেনি। মাসখানেক পর আরও কমে আসবে।’

কৃষি বিভাগ জানাচ্ছে, সবজি চাষে কৃষকরা ভালো দাম পাচ্ছেন, ফলে বাজারে সরবরাহ বেড়েছে এবং ভোক্তারা স্বস্তি পাচ্ছেন। শীত বাড়ার সঙ্গে আরও বেশি সবজি বাজারে আসার প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে, মুরগি ও মাছের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। রাজধানীর খুচরা বাজারে দেশি মুরগি কেজিতে ৬০০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি হাঁস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে।

মুরগি বিক্রেতারা জানান, খাদ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন। ক্রেতারা বাধ্য হয়ে ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে। মাছের বাজারেও রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া সহ অন্যান্য মাছের দাম আগের মতোই রয়েছে।

মাংসের বাজারেও দাম চড়া রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১০০০-১১০০ টাকা কেজি দরে। তবে আগাম শীতের সবজি বাজারে আসায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতিফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী মামলায় হাইকোর্টে জামিন
লতিফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী মামলায় হাইকোর্টে জামিন
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ