• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছে সর্বস্তরের মানুষ। ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সকাল থেকে ভিড় জমেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে মাজারে উপস্থিত হন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। 

১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার মিলিত উদ্যোগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত করেছিল। এই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। তিনি দেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও উন্নয়নমূলক রাজনীতির সূচনা করেন।

আজ সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হয়। পরে দলের নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি
৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিলো ইসি
পুলিশের সতর্কবার্তা
পুলিশের সতর্কবার্তা