• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছে সর্বস্তরের মানুষ। ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সকাল থেকে ভিড় জমেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে মাজারে উপস্থিত হন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়। 

১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার মিলিত উদ্যোগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে একটি ঐতিহাসিক বিপ্লব সংঘটিত করেছিল। এই বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। তিনি দেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন ও উন্নয়নমূলক রাজনীতির সূচনা করেন।

আজ সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হয়। পরে দলের নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
দুই দিনের মধ্যে নির্বাচনি প্রচারের কর্মপুঞ্জি প্রণয়নের নির্দেশ
তথ্য উপদেষ্টা দুই দিনের মধ্যে নির্বাচনি প্রচারের কর্মপুঞ্জি প্রণয়নের নির্দেশ
তারেক রহমানের আগমন ইস্যুতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে
স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের আগমন ইস্যুতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে