• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শচীন নন, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার কোহলি: স্টিভ ওয়াহ

স্পোর্টস ডেস্ক    ৭ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পি.এম.
শচীন টেন্ডুলকার ও স্টিভ ওয়াহ। ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান (৩৪,৩৫৭) ও ১০০ সেঞ্চুরির অনন্য রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকারকে অনেকেই ইতিহাসের সেরা ব্যাটার মনে করেন। ওয়ানডেতে সর্বোচ্চ ১৮,৪২৬ রানের রেকর্ডও তার দখলে। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহের মতে, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার শচীন নন-বিরাট কোহলি।

একসময় ধারণা করা হতো শচীনের রান ও সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন কোহলি। যদিও বর্তমানে সেই সম্ভাবনা ক্ষীণ। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ায় কোহলির সামনে এখন শুধু ওয়ানডে ক্যারিয়ার চালিয়ে নেওয়ার সুযোগ। রান সংগ্রহে শচীন কোহলির চেয়ে ৪ হাজারের বেশি এগিয়ে থাকলেও ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে (৫১) শচীনকে (৪৯) ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন কোহলি।

কোন ফরম্যাটে কে সেরা-এই বিতর্ক হয়তো ক্রিকেট বিশ্বকে যাত্রার শেষ অবধি চালিয়ে যেতে হবে। ওয়ানডে ব্যাটারদের নিরিখে কোহলিকেই সেরা মানতে চান স্টিভ ওয়াহ। বিশ্বকাপজয়ী এই অজি অধিনায়ক বলেন, ‘কোহলি-রোহিত শর্মা উভয়েই সর্বকালের অন্যতম সেরা দুই খেলোয়াড়। সম্ভবত ওয়ানডের সেরা খেলোয়াড় কোহলি। সবাই তাদের খেলতে দেখতে চায়। যদি তারা এই গোল্ডকোস্টে (ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু) খেলত, মানুষ তাদের দেখে আনন্দ পেত। কিন্তু তাদের সব ম্যাচ খেলা সম্ভব নয়।’ 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এখন দুই দল টি-টোয়েন্টি সিরিজে লড়ছে। পাঁচ ম্যাচ সিরিজে খেলা হয়েছে ৪টি (যদিও একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত)। যেখানে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে লিড সফরকারী ভারতের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই ফরম্যাটটিকে একসঙ্গে বিদায় বলে দেন রোহিত-কোহলি। ফলে তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি লড়াইয়ে খেলতে দেখা অসম্ভব।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচটি হয়েছে গোল্ডকোস্টে, যেখানে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট প্রায় নিয়মিত হয়। তবে মাত্র তৃতীয়বার ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ হলো গতকাল। ফলে এই ভেন্যুতে রোহিত-কোহলির জন্য দর্শকদের উন্মাদনা দেখা যেত বলেই মনে করেন স্টিভ ওয়াহ। ভারতীয় দুই ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজেদের নামের পাশে বসিয়েছেন। বিশেষ করে অধিকাংশ অভিজাত রেকর্ড নিজের দখলে নিয়েছেন কোহলি।

স্টিভ ওয়াহ আরও বলেন, “কোভলির মতো ক্রিকেটার প্রজন্মে একজনই আসে। সুযোগ পেলেই তাকে খেলতে দেখা উচিত।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোষণা এলো বিপিএলের দল তালিকা
ঘোষণা এলো বিপিএলের দল তালিকা
রোমাঞ্চকর ম্যাচে ৩ রানে জয় নিউজিল্যান্ডের
রোমাঞ্চকর ম্যাচে ৩ রানে জয় নিউজিল্যান্ডের
বিদেশি খেলোয়াড় কমানোর ভাবনা বিসিবির
বিদেশি খেলোয়াড় কমানোর ভাবনা বিসিবির