ইবি'র অধ্যাপক ড. ইয়াহিয়ার রহমানের রুহের মাহফিরাতে দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান সদ্য প্রয়াত অধ্যাপক ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমানের রুহের মাহফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে খতিব আশরাফ উদ্দীন খান দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ অধ্যাপক ড. ইয়াহিয়ার রহমানের স্মৃতিচারণ করে সকলকে তার আত্মার মাগফিরাতে দোয়া করতে বলেন। পাশাপাশি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কথা স্মরণ করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে অধ্যাপক ড. ইয়াহিয়ার রহমান ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি কর্ম জীবনে একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রক্টর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন সহ নানাবিধ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন। তিনি একইসাথে দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদ, ও কুষ্টিয়া কলেজ মোড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। তিনি নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ




