নানা আয়োজনে রাজশাহীতে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন

নানা আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব অসঙ্গতি দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন ও রশিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, জয়নুল আবেদীন শিবলী ও মুক্তার হোসেন মুক্তার, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু ও কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপির (পশ্চিম) সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজশাহীর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষকদলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর মহিলা দলের নেত্রী গুলশানারা মমতা ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে বিএনপির সকল দলীয় কার্যালয় সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে কোরআন তেলাওয়াত ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাসন প্রচার করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন আজকের এই দিনে সেপাই জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে বন্ধু অবস্থা থেকে মুক্ত করেন। মুক্ত করার পরে তারা ইয়া রহমান কে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য দায়িত্ব প্রদান করেন। তিনি দায়িত্ব নেওয়ার পরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের উন্নয়নে কাজ শুরু করেন। তিনি কৃষির উন্নয়নে খাল খনন থেকে শুরু করে সেচ পাম্প আমদানী করেন। তিনি আরো বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইছে। এই নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
এদিকে বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে আনন্দ র্যালি বের করা হয়। নেতৃবৃন্দ র্যালি নিয়ে মহনাগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি, দৈনিক বার্তার মোড় গিয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। র্যালিতে সকালের ন্যায় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ





