পাংশায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব বর্ষ পালিত

রাজবাড়ীর পাংশায় যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) শোভাযাত্রা, ধর্মসভা ও ভক্তি সঙ্গীতা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পাংশা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ভোরে শুভ অধিবাস ও সকাল ৭টা ২৮ মিনিটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব লগ্নের স্মৃতিচারণের মাধ্যমে মূল আয়োজনের সূচনা হয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।
সন্ধ্যা ৬টায় ধর্মসভার শুভ উদ্বোধন করেন, শ্রীবিমল চন্দ্র সেন (সঃপ্রঃঋ:), সহ-সচিব, ঋত্বিক পরিষদ, কেন্দ্রীয় সৎসঙ্গ, পরমতীর্থ হিমাইতপুর, পাবনা ও সভাপতি, কুষ্টিয়া জেলা শাখা সৎসঙ্গ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সৌমিত্র মজুমদার পলাশ (সঃপ্রঃঋ:), সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সৎসঙ্গ, পরমতীর্থ হিমাইতপুর, পাবনা এবং প্রভাষক, সরকারি কে. এম কলেজ, ভাঙ্গা, ফরিদপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাংশা উপজেলা শাখার আহ্বায়ক প্রান্তোষ কুমার কুন্ডু।
ধর্মসভায় সভাপতিত্ব করেন, পাংশা উপজেলা শাখা সৎসঙ্গের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা পৌর শাখা সৎসঙ্গের সভাপতি সুধন কুমার কুন্ডু।
উৎসবের সার্বিক তত্ত্বাবধান করেন, শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পাংশা পৌর শাখা'র সদস্য সাংবাদিক এস.কে পাল সমীর।
সন্ধ্যায় বিশ্বশান্তি ও দেশের কল্যাণ কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ধর্মসভা শেষে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীতানুষ্ঠানে ভাগবতীয় আঙ্গিকে ভক্তি সঙ্গীত পরিবেশন করেন, উপমহাদেশের প্রখ্যাত বাউল শিল্পী রথীন মিত্র, পঞ্চবান ব্যান্ড (মাগুরা), পাশাপাশি স্থানীয় ও বিভিন্ন এলাকার খ্যাতনামা শিল্পীবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ





