• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষ দেশের মানুষের মুক্তির প্রতীক: পাপ্পা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় গেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা বাঁশখালী আসেন। সেখানে পৌঁছলে পথে পথে হাজার হাজার মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন। চট্টগ্রাম থেকে সড়ক পথে নিজ উপজেলা বাঁশখালী যাওয়ার পথে পুকুরিয়া থেকেই হাজারো মানুষ পথে পথে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে হাজার হাজার মানুষ মিছিল সহকারে নিজ বাড়িতে মিলিত হয়। মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, লাখো মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। গত সতেরো বছরে অসংখ্য দলীয় নেতাকর্মী ও নাগরিকরা গুমের শিকার হয়েছেন। অসংখ্য মানুষের তাজা রক্তের বিনিময় ও নির্মম নির্যাতনে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। সব শহীদ ও সতেরো বছর ধরে নির্যাতীত সকলকে শ্রদ্ধায় স্মরণ করি।

তিনি বলেন, ধানের শীষ কোনো ব্যক্তির নয়। ধানের শীষ দেশের মানুষের সার্বিক মুক্তি আর উন্নয়নের প্রতীক। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ধানের শীষের বিজয় তুলে দিতে হবে।
 
তিনি আরো বলেন, দলের কেউ বা এ এলাকার কোনো নাগরিক আমার কাছ থেকে বৈষম্যের শিকার হবেন না। নির্বাচনী  এলাকায় আইনের শাসন, মানবাধিকার, কর্মসংস্থান, কৃষি, যোগাযোগ ও শিক্ষা বিস্তারে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। সে সময়, নির্বাচনী এলাকার বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতা কর্মীদের সাথে মিলিত হওয়ার আগে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা তার পিতা মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কবর জেয়ারত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাজিতপুরে সমাবেশ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাজিতপুরে সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর
গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত