• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউনিভার্সিটি টিচার্স ফোরাম

শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএফ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৮:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) নামে শিক্ষকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও প্রবলভাবে রাজনীতি সচেতন হিসেবে কাজ করবে। 

শুক্রবার (৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত সংগঠনটির ৫৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ ছাড়া দলটির একাধিক নেতা এই কমিটিতে পদ পেয়েছেন। অনুষ্ঠানে কমিটি প্রকাশ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক সদস্যসচিব শামীম হামিদী।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। কমিটির সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. শামীম হামিদী এবং প্রধান সংগঠক হিসেবে রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বারবার গুমের স্বীকার মো. কবীর উদ্দিন।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহিব্বুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহহিল বাকী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা, আইইউবিএটির অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, আল-ফয়সাল ইউনিভার্সিটি কেএসএর অধ্যাপক ড. এম সিরাজুল ইসলাম, ইমাম মোহাম্মদ ইবন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির (সৌদি আরব) অধ্যাপক ড. এবিএম শরীফ হোসাইন এবং কুইন্স ইউনিভার্সিটির (কানাডা) অধ্যাপক ড. এম আনোয়ার হোসাইন।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাসুদা পারভীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মো. ইসমাইল হোসাইন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. এহতেশাম উল হক ইতেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ড. মোহাম্মদ তুহিন মিয়া, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ড. মো. শামিম মন্ডল, নর্দান ইউনিভার্সিটির ড. আতিক মুজাহিদ, ইউনিভার্সিটি অফ হাফার আল বাতিনের (কেএসএ) ড. মো নুরুল ইসলাম, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির (সৌদি আরব) ড. মোহাম্মদ মুজিবুর রহমান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফয়সাল মাহমুদ শান্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের দিদার মুহাম্মদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (সাবেক) আলাউদ্দীন মোহাম্মদ এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের মাহবুব আলম।

যুগ্ম সংগঠক হিসেবে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোহাম্মদ খালেদ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সোহাইব, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভর মো. আলমগীর কবীর রাজ্জাকী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সোহেল আরমান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল বশির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াজুল ইসলাম রিহান, ইউনিভার্সিটি অফ হাফর আল বাতিনের (সৌদি আরব) ড. মোহাম্মদ শোয়েব, উত্তরা বিশ্ববিদ্যালয়ের পীযুষ কুমার সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড. এএফজি মাসুদ রেজা, ডুয়েটের শেখ মো. রোকনুল ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফারহানা ইয়াসমিন এবং র‍্যাবের গুলিতে পা হারা আলোচিত গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. লিমন হোসেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষকদের ৪ দিনের কর্মসূচির ঘোষণা
প্রাথমিক শিক্ষকদের ৪ দিনের কর্মসূচির ঘোষণা
এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর