ঢাকায় আসছেন কাফু

কাফুকে বলা হয় বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন। তার নেতৃত্বে ২০০২ সালে জাপানে সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই কাফু এবার বাংলাদেশে আসছেন। ১১ ডিসেম্বর সকালে তিনি ঢাকায় পা রাখবেন।
৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট’। এই টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে একটি বাছাইকৃত দল। তাদের সঙ্গে খেলবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গড়া একটি বয়সভিত্তিক দল।
টুর্নামেন্টের সমাপনী দিনে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু পুরস্কার প্রদান করবেন, এমনটাই জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এএফবি’র ম্যানেজিং ডিরেক্টর এম.ডি. আসাদুজ্জামান হারুন।
শুক্রবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কাফুর ভিসা সম্পন্ন হয়েছে, টিকিট কনফার্ম। ১১ ডিসেম্বর সকালে তিনি ঢাকায় আসবেন। আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেটিও সবাই দেখেছেন। আশা করছি, কাফু আসবেন।’
হারুন আরও জানান, ‘আমরা আর্জেন্টিনা থেকে ওর্তেগা, ক্যানিজিয়া এবং ভেরনকেও আনার চেষ্টা করছি।’
বাংলাদেশে অতীতে বড় তারকাদের আগমন ঘিরে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা গেছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল—কাফুর সফরেও কি তেমন হবে না?
হারুন বলেন, ‘আমাদের কোনো অব্যবস্থাপনা হবে না। প্রয়োজনে কাফুর জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনও রাখব।’
তবে আজকের সংবাদ সম্মেলন আয়োজনেই ছিল খানিক বিশৃঙ্খলা—দুপুর তিনটার নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় অনুষ্ঠান। তাছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতের উপস্থিতির কথা বলা হলেও, কেউ উপস্থিত ছিলেন না।
এবারের আয়োজনটি বাফুফের সম্পৃক্ততায় হচ্ছে। সংস্থার নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন বলেন,
‘আয়োজকরা আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল। আমরা মাঠ বরাদ্দ দিয়েছি এবং টেকনিক্যাল সাপোর্ট দেব। বাকি ব্যবস্থাপনা তাদেরই।’
ভিওডি বাংলা/ আরিফ







