• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যা র দিকে শহীদ ডাঃ জিকরুল হক সড়কস্হ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের পরে একটি আনন্দ র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে এসে আলোচনা ও সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীনের পরিচালনায়।

সমাবেশে বক্তারা বলেন, ৭নভেম্বর শুধু একটি তারিখ নয় এদিন সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের ঐক্যে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল। ১৯৭৫ সালের ৭নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা। জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট এসএম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী মন্টু, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপি র সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলুসহ উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়াডের বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর
গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাদারীপুর-১(শিবচরে) মনোনয়ন স্থগিত,আদেশ প্রত্যাহারের দাবিতে র‍্যালী
মাদারীপুর-১(শিবচরে) মনোনয়ন স্থগিত,আদেশ প্রত্যাহারের দাবিতে র‍্যালী