• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংগীত থেকে বিরতিতে তাহসান

বিনোদন প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পি.এম.
জনপ্রিয় গায়ক তাহসান রহমান খান। সংগৃহীত ছবি

দীর্ঘ পঁচিশ বছরের সংগীতজীবনে শ্রোতাদের মন জয় করে আসছেন জনপ্রিয় গায়ক তাহসান রহমান খান। ক্যারিয়ারের রজতজয়ন্তীতে (২৫ বছর) এসে হঠাৎই এক ঘোষণায় ভক্তদের মন ভেঙেছেন তিনি—সংগীতজগৎ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, এটি তার ব্যান্ডসহ শেষ বিদেশি সফর।
এরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়—অনেকেই ধরে নেন, গায়ক হয়তো পুরোপুরি সংগীত ছেড়ে দিচ্ছেন।

‘বিরতি নিচ্ছি, সংগীত ছাড়ছি না’

তাহসান খান

সাম্প্রতিক এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে আবারও মুখ খুলেছেন তাহসান।

তিনি বলেন, ‘গান থেকে বিরতি নেব, সকলে একদিন আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু আমি তো এটা চাইনি, যে বিষয়টা ন্যাশনাল ইস্যু হয়ে উঠুক। এখন আমাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।’

তাহসান জানান, এর আগেও তিনি ক্যারিয়ারে একাধিকবার বিরতি নিয়েছেন, এবারও সেটিই করছেন। ‘২৫ বছরের ক্যারিয়ারে শ্রোতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি ভালোবাসা পেয়েছি। তাই কিছুদিন থেমে যাওয়াই এখন প্রয়োজন,’ বলেন তিনি।

বিতর্ক ও ভুল ব্যাখ্যা নিয়ে ক্ষোভ

ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় নানা রকম ব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তার নাম রাজনীতির সঙ্গেও জড়াচ্ছেন।

তাহসান বলেন, ‘আমার ছবির ওপর টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে—এগুলো আসলে খেলারই অংশ। সারা পৃথিবীতেই এমন হয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের এখন খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথার কী প্রতিক্রিয়া হবে, তা আগে থেকে বোঝা যায় না। আমার কথাটা ছিল একেবারেই ইমোশনাল মুহূর্তে বলা; ভাবিনি এটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে।’

আপাতত কনসার্ট শেষেই বিরতি

তাহসান জানিয়েছেন, চলতি বছরের হাতে থাকা কয়েকটি কনসার্ট সম্পন্ন করেই আপাতত বিরতিতে যাবেন।
তবে সংগীত পুরোপুরি ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেননি তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীদেবীর ‘মম’-এর সিক্যুয়েলে করিশ্মা তন্না
শ্রীদেবীর ‘মম’-এর সিক্যুয়েলে করিশ্মা তন্না
তিন ঘণ্টা অপেক্ষার পর মঞ্চে মাধুরী, ক্ষুব্ধ দর্শকরা
তিন ঘণ্টা অপেক্ষার পর মঞ্চে মাধুরী, ক্ষুব্ধ দর্শকরা
প্রতারণা মামলায় তানজিন তিশা
প্রতারণা মামলায় তানজিন তিশা