শাহবাগে সহকারী শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কলম সমর্পণ কর্মসূচি পালনকালে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। এতে নারীসহ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী তারা কলম সমর্পণের উদ্দেশ্যে শাহবাগের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। অবস্থান নেয়ার পর শিক্ষকরা স্লোগান দিচ্ছিলেন, তখন পুলিশ হঠাৎ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অধ্যক্ষদের বেতন ও পদোন্নতির দাবিতে সহকারী শিক্ষকরা সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন। তাদের তিন দফা দাবি হলো-দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরের পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি, যেখানে তিন লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত। এর আগে ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছিল। তবে সহকারী শিক্ষকরা এই পদক্ষেপে সন্তুষ্ট নন।
ভিওডি বাংলা/জা





