• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে

আন্তর্জাতিক ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া সিউল-ওয়াশিংটনের সাম্প্রতিক নিরাপত্তা আলোচনা ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরীর আগমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার (৮ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোল বলেন, “প্রয়োজন হলে আমরা আরও পদক্ষেপ নেব।”

নো কোয়াং চোল অভিযোগ করেছেন, সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ (ডিটারেন্স) জোরদারের চেষ্টা করছে।

এর একদিন আগে, পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার-সম্পর্কিত অর্থপাচার মামলায় কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া নিরাপত্তা বৈঠক নিয়ে পিয়ংইয়ংয়ের সমালোচনা দুঃখজনক।

নো কোয়াং চোল আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী ‘জর্জ ওয়াশিংটন’-এর আগমন উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, “আমরা শক্তির মাধ্যমে নিরাপত্তা রক্ষার নীতি অনুসরণ করে শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব।”

তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানায়, রণতরিটি রসদ সংগ্রহ ও নাবিকদের বিশ্রামের সুযোগের জন্য বন্দরে এসেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ওয়াশিংটন-সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখা। এছাড়া, এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত সেনাদের কার্যক্রমে নমনীয়তা থাকবে।

আঞ্চলিক বৈঠকের আগে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, সর্বশেষ উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছে না, তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বন্ধ করছে বিমানবন্দরগুলো
যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বন্ধ করছে বিমানবন্দরগুলো
বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি করল ভারত
বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি করল ভারত
অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে কানাডা
অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে কানাডা