• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণভবন এলাকায় জামায়াতের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গণভবনের আবাসিক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (৮ নভেম্বর) জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের দলীয় প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, ডেঙ্গুসহ নানা রোগের বিস্তার ঘটছে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান প্রতীকী উদ্যোগ হলেও আমাদের লক্ষ্য হলো এলাকাটিকে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা।

তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমীর আবু সাঈদ মণ্ডল। পরিচালনা করেন থানা সেক্রেটারি তারিফুল ইসলাম

আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র যানজটে অচল রাজধানী
তীব্র যানজটে অচল রাজধানী
ঢাকা-১৭ আসনে ভোটের লড়াইয়ে কাজী এনায়েত উল্লাহ
ঢাকা-১৭ আসনে ভোটের লড়াইয়ে কাজী এনায়েত উল্লাহ
তদন্ত প্রতিবেদনে জানা গেল মাইলস্টোন দুর্ঘটনার কারণ
তদন্ত প্রতিবেদনে জানা গেল মাইলস্টোন দুর্ঘটনার কারণ