• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোরে হালকা কুয়াশা, কমছে তাপমাত্রা

ভিওডি বাংলা ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ০৮:১১ পি.এম.
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, আসছে শীত। সংগৃহীত ছবি

দেশজুড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকেই সারাদেশে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী চার দিনেও সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। প্রতিদিন ভোরে উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তৃতীয় দিন অর্থাৎ ১০ নভেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে।

চতুর্থ দিন ১১ নভেম্বর রাতের তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পঞ্চম দিনেও এই ধারা বজায় থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
ঘূর্ণিঝড় মোন্থা: সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
ঘূর্ণিঝড় মোন্থা: সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি