• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পি.এম.
ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি-সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আপনারা নিশ্চিয়ই জানেন যে; বাংলাদেশ এখন একটি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছে। আগামী ফেব্রুয়ারি মাসে ঘোষিত যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটিকে বানচাল করার জন্য কয়েকটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তারা নিত্য নতুন দাবি তুলে আসছে, যে সকল দাবির কোনো ভিত্তি নাই। এমনকি আলোচনার শুরুতেও এই দাবি ছিল না। এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কত টুকু আন্তরিক? দীর্ঘ নয় মাস ধরে আলাপ-আলোচনা এবং ঐকমত্য কমিশন গঠন করে তারপর বিভিন্ন ধরণের শর্ত। যে শর্ত গুলো প্রাথমিক আলোচনায় ছিল না তবুও সেগুলো মেনে নেওয়া হলো। তারপরও একটি কুচক্রি দলটি (জামায়াত) কোনো কিছু মানছে না বরং এখন নতুন দাবি নিয়ে হাজির হয়েছে।’

‘উচ্চকক্ষের পিআর পদ্ধতির বিষয়ে শেষ-মেষ বিএনপি রাজী হয়েছিল। কিন্তু আমরা দেখলাম হটকারী এই মুনাফেকের দল-যখনই বিএনপি বলল ঠিক আছে আমরা উচ্চ কক্ষে পিআর মেনে নিলাম। তখন নিম্নকক্ষেও পিআর দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল। এখন আমরা উচ্চ কক্ষে পিআর চাই না, নিম্নকক্ষেও পিআর চাই না এমন একটা মুখোমুখি অবস্থান করে দিল।’

গেরিলা মুক্তিযোদ্ধা বিএনপি'র ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

ইশরাক হোসেন বলেন, ‘গত বছর ছাত্র-জনতার গণঅভুৎত্থানে সকলেই অংশগ্রহণ করেছি। যার দাবিদার কোনো একক ব্যক্তি বা একক সংগঠন হতে পারবে না। এটার দাবিদার কেবল মাত্র যারা শহীদ হয়েছেন তারাই করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে, ২৪ এর পরে ৭১-কে খাটো করে, ৭১-এর সামনে ২৪-কে তুলে ধরার একটা অপচেষ্টা কারা করতে পারে। নিশ্চয়ই ৭১ সালে তাদের ভূমিকা সম্পর্কে বাংলাদেশের মানুষ খুশি ছিল না; তাই তারা এই অপকর্মটি করেছে। আজকে ৭২ সালের সংবিধান ছুড়ে ফেলে দিতে চায়; অথচ এই ৭২ সালের সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন করেছিলেন সেটিকেও ছুড়ে ফেলার একটা অপচেষ্টা রয়েছে।’

৭২-এর সংবিধান ১৫ বার সংশোধন হয়েছে দাবি করে ইশরাক হোসেন বলেন, ‘সংবিধান কি এখন আর ৭২-এর সংবিধান রয়েছে। কাজেই বলব-যেসকল রাজনৈতিক দল আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদ থেকে আরও পাচ বছর দূরে টেলে দিতে তারা এই কাজটি করা হচ্ছে। প্রায়ই দেখবেন তারা উদা্হরণ দেন- অতীতে গণভোট হয়েছিল। অথচ তখন গণভোট হয়েছিল- ‘প্রেসিডেন্ট থাকবে হ্যাঁ বা না।’

‘আমার তো এখন বিশ্বাস হয় এই গণভোটে তারা এমন একটা কিছু লিখে দেবে যে, ‘এই সরকার থাকবে হ্যা অথবা না। মানে পাচ বছর থাকবে হ্যা, যা তারা প্রথম চেষ্টা করেছিল। পাচ বছর পাচ বছর দেখেছেন আপনারা।’ দেখেছেন আপনারা ঈদের জামাত পড়ে যখন প্রধান উপদেষ্টা যাচ্ছিল তখন তারা (গুপ্ত রাজনৈতিকদলের নেতারা) বলছিল- পাচ বছর, পাচ বছর। তাদের প্রকল্পের অংশ এটা। কারণ তারা জানে ভোটে মাঠে, ভোটের লড়াইয়ে তাদের সম্ভাবনা নেই। তার ফলে এখন তারা যে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছে- বিভিন্ন প্রভাব কাটিয়ে বিভিন্ন ডিসি-এসপি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক দখল, চাঁদাবাজী করছে এটিকে অব্যাহত রাখার জন্য। পাশাপাশি যত দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজীর অপবাদ দিয়ে জনপ্রিয় কমানোর চেষ্টা করছে।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একটি কথা বারবার বলেছি- কোনো দিন আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। বিএনপি বতর্মানে যে সামাজিক ও রাজনৈতিক অবস্থান নিয়ে রয়েছে; আমি বিশ্বাস করি আমাদের ১৭ বছরের সংগ্রামকে জনগণ মূল্যায়ণ করে। ভালোবেসে বুকে টেনে নেয়। যদি সাময়িক সময়ের জন্যও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন; তাহলে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার যে বাস্তব সম্মত স্বপ্ন দেখিয়েছেন নতুন বাংলাদেশ গড়ে তোলার সেটি করতে পারবেন। এখন অনেক নতুন নতুন দল গঠিত হয়েছে। যাদের ভিশন-মিশন কোনো কিছু নাই। শুধু গালগল্প মারে। যার কারণে এক বার পিআর, এক বার গণভোট, এক বার কলি এক বার শাপলা। মূলত এটা আমাদের জীবনে কাজে আসে না। আমি কলিও খাই না, শাপলাও খাই না। আমি গণভোটও ভাই না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষের ভোট চাই: মির্জা ফখরুল
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষের ভোট চাই: মির্জা ফখরুল
দেশ ছাড়তে বাধ্য হই: উষা
দেশ ছাড়তে বাধ্য হই: উষা
পরাজিত শক্তি গুপ্ত থেকে যেন সুযোগ না পায়: তারেক রহমান
পরাজিত শক্তি গুপ্ত থেকে যেন সুযোগ না পায়: তারেক রহমান