ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে বায়ুদূষণে শীর্ষ তালিকায় বহুদিন ধরেই নাম রয়েছে ঢাকার। শীত মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বায়ুদূষণে ঢাকার অবস্থান চতুর্থ হলেও বাতাসের মান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।
রোববার (৯ নভেম্বর) সকাল ৮টা ১২ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২০৯ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ৬৮৬ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ভিওডি বাংলা/জা





