• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যরাতে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন-ফাইল ছবি

কারও নাম উল্লেখ না করে ক্ষোভ প্রকাশ করে মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ২টার পর দেওয়া পোস্টে তিনি লিখেছেন, নতুন দলের কলি থেকে শুরু করে মহাপুরানো বিশ্বাসঘাতক দলের পুরোনো কুচক্রীরা একই হাসিনা-মার্কা সুরে কথা বলছে এবং জোরজবরদস্তি করতে চাইছে।

ইশরাক তার পোস্টে লিখেছেন, “নতুন দলের কলি থেকে শুরু করে মহাপুরানো বিশ্বাসঘাতক দলের কুচক্রীরা একই হাসিনা-মার্কা সুরে কথা বলছে এবং জোরজবরদস্তি করতে চাইছে।” তিনি অভিযোগ করেন, একটি মহল কুৎসিত ভাষা ব্যবহার করে বর্ষীয়ান রাজনীতিবিদসহ জাতির কৃতী সন্তানদের মানহানি করছে।

তিনি আরও লিখেছেন, তথাকথিত ‘নয়া বন্দোবস্ত’-এর নামে একটি গোষ্ঠী আওয়ামী লীগের পথকেই অনুসরণ করতে চাইছে, যার অর্থ দাঁড়ায়- “আওয়ামী লীগ লুটপাট করেছে, তাই এখন তারা এর বহুগুণ বেশি লুট করবে।”

ইঞ্জিনিয়ার ইশরাক আরেকটি গোষ্ঠীকে “জাতীয় প্রতারণার নায়ক” আখ্যা দিয়ে বলেন, “যারা ঐক্যমত্য কমিশনে বসার যোগ্যতাই রাখেন না, তারাই টকশোতে বসে জাতীয় স্বার্থবিরোধী বক্তব্য দিচ্ছেন।”

তিনি আরও বলেন, একটি অংশ সরাসরি নির্বাচনবিরোধী অবস্থান নিয়ে জনমত বিভ্রান্ত করতে সক্রিয়। এদের মধ্যে একজন আইনজীবীর বক্তব্য তুলে ধরে ইশরাক লিখেন, “তিনি বলেছেন- প্রধান উপদেষ্টা সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যা বলবেন, সেটাই সংবিধান!”

ইশরাক তার পোস্টে ব্যারিস্টার পরিচয়ের এক ব্যক্তির সমালোচনা করে বলেন, “ইতিহাস জোড়াতালি দিয়ে আজকের তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, “রাজনীতিবিদরা ঘি খাওয়ার জন্য আঙুল বাঁকা করেন না, বরং জনগণের অধিকার, ন্যায়বিচার, গুম-খুন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতেই তারা আপসহীন থাকেন।”

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা ভোট নিয়ে ষড়যন্ত্র করছে তারা কামিয়াবি হবে না : ডা. জাহিদ
যারা ভোট নিয়ে ষড়যন্ত্র করছে তারা কামিয়াবি হবে না : ডা. জাহিদ
এনসিপির মনোনয়ন ফরম নিলেন আসাদুল ইসলাম মুকুল
এনসিপির মনোনয়ন ফরম নিলেন আসাদুল ইসলাম মুকুল
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষের ভোট চাই: মির্জা ফখরুল
হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষের ভোট চাই: মির্জা ফখরুল