• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাহানারার অভিযোগে গঠিত তদন্ত কমিটিতে রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক    ৯ নভেম্বর ২০২৫, ১১:৫১ এ.এম.
সাবেক অধিনায়ক জাহানারা আলম-বিসিবির পরিচালক রুবাবা দৌলা-ছবি সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি তুলে ধরেন এবং কান্নায় ভেঙে পড়েন।

জাহানারা এর আগে বিসিবিতে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। এই পরিস্থিতিতে বিসিবি ঘটনাটি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

কমিটিতে আছেন:

সভাপতি: বিচারপতি তারিক উল হাকিম, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সদস্য: রুবাবা দৌলা, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

সদস্য: ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সভাপতি, বাংলাদেশ উইমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশন

বিসিবি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সদস্যকে ঘিরে ওঠা সাম্প্রতিক অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাফু
ঢাকায় আসছেন কাফু
‘অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিক বিসিবি’: মাশরাফি
‘অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিক বিসিবি’: মাশরাফি
জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম
জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম