• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। 

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 
 
এসময় শিক্ষার্থীদের হাতে "প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে; নৈতিক প্রজন্ম গড়তে হলে, ধর্মীয় শিক্ষায় বিকল্প নেই; ধর্মহীন শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা; ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি; ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও" ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় থিওলজি অনুষদের শিক্ষার্থীরা বলেন, এদেশে অসংখ্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে ইসলাম সাবজেক্ট রয়েছে কিন্তু সেখানে কোনো ধর্মীয় শিক্ষক নেই। এই বিষয়ে এমন ব্যক্তিরা ক্লাস নেয় যারা ইসলামের যথাযথ জ্ঞান রাখে না। এমনও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখানে অমুসলিম শিক্ষাক এই বিষয়ে পাঠদান করেন। সেখানে শিক্ষার্থীরা কতটুকু ইসলামনে জ্ঞান লাভ করতে পারে? ৯০% মুসলিমদের দেশে ধর্মীয় শিক্ষার প্রতি এমন আচরণ এদেশের মানুষ মেনে নিতে পারে না। এই এই সংকীর্ণতার কারণে আমাদের শিশু-কিশোরেরা তাদের ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। 

মানববন্ধনে তারা দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান, না হলে দেশের সচেতন সমাজ নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। 

এ সময় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ ইহসান ভূঁইয়া বলেন, 'এদেশের শিশুরা ১০ বছর পর্যন্ত  প্রাথমিক বিদ্যালয়ে শেখার পরও সালাত আদায় করার পরিপূর্ণ নিয়ম-কানুন ও সহি-শুদ্ধ ভাবে কুরআন তেলোয়াত শিখতে পারে না, এর থেকে বড় লজ্জার আর কী হতে পারে? স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেলো, এত দিনেও এই দাবি আদায় হয়নি। তবে কথিত ফ্যাসিস্ট সরকার কে এই ছাত্রজনতা যেভাবে বিদায় করেছে তারপরে আমরা আশা করেছিলাম এ দাবি পূরণ হবে। কিন্তু আমাদের মুসলিম জনতা পূর্বেও দাবি তুলেছেন বিভিন্ন মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম, বিক্ষোভ মিছিল করেছেন তারপরও অন্তবর্তীকালীন োসরকারের গায়ে লাগে নাই।

এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মুসলিমদের সাথে আগুন নিয়ে খেলবেন না, তারা তাদের দাবি আদায় করতে জানে। তারা যদি রাস্তায় নামে তাহলে পালানো ছাড়া আর কোনো পথ দেখবেন না।'

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবি'র অধ্যাপক ড. ইয়াহিয়ার রহমানের রুহের মাহফিরাতে দোয়া মাহফিল
ইবি'র অধ্যাপক ড. ইয়াহিয়ার রহমানের রুহের মাহফিরাতে দোয়া মাহফিল
ডেঙ্গুতে নোবিপ্রবি শিক্ষার্থী মুসলেহ শাফীর মৃত্যু
ডেঙ্গুতে নোবিপ্রবি শিক্ষার্থী মুসলেহ শাফীর মৃত্যু
বাতিল হচ্ছে ডাকসুর দেওয়া শেখ হাসিনার আজীবন সদস্যপদ
বাতিল হচ্ছে ডাকসুর দেওয়া শেখ হাসিনার আজীবন সদস্যপদ