যুক্তরাষ্ট্রের ডিটেনশন থেকে মুক্তি পেলেন মাসুমা খান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক মাস ধরে ডিটেনশন সেন্টারে আটকের পর অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশি নাগরিক মাসুমা খান (৬৪)।
ফেডারেল বিচারকের নির্দেশে বুধবার (৫ নভেম্বর) রাতে তাকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর আটক কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিবাসন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশ থেকে বিতাড়নে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।
ক্যালিফোর্নিয়ায় ২৮ বছর ধরে বসবাসরত মাসুমা গত ৬ অক্টোবর নিয়মিত হাজিরা দিতে ইমিগ্রেশন অফিসে গেলে তাকে হঠাৎ আটক করা হয় এবং ক্যালিফোর্নিয়া সিটি কারেকশনাল ফ্যাসিলিটিতে রাখা হয়। এ সময় তিনি হাঁপানি ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মুক্তি নিশ্চিত করতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও সহযোগিতার আশ্বাস দেন।
মাসুমার মেয়ে রিয়া জানান, ১৯৯৭ সালে দাদির সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মাকে সেখানে যেতে হয়। পরে ভিসার মেয়াদ শেষ হলে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে গিয়ে প্রতারণার শিকার হন তিনি। ২০১৫ সালে মাসুমার স্বামী (যুক্তরাষ্ট্রের নাগরিক) তার জন্য পিটিশন করেন, কিন্তু পূর্বের জালিয়াতির তথ্য উঠে আসায় গ্রিন কার্ড আবেদন বাতিল হয়।
দীর্ঘ অনিশ্চয়তার পর তার মুক্তিতে পরিবারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে স্বস্তি ফিরে এসেছে।
ভিওডি বাংলা/জা







