• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (০৯ নভেম্বর ) সকাল ১১টায় গৌরীপুর থানাধীন সরকার পাড়ার “প্রত্যাশা যুব কল্যাণ সংঘে” এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচানায় দেশী অস্ত্রসহ দা,রামদা,চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানে সন্দেহভাজন চার যুবককে আটক করে পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন:-

১. মোঃ শামীম (২৯) পিতা: ইদ্রিস আলী মাতা: আনোয়ারা খাতুন ঠিকানা: পূর্ব কাউরাট

২. মামুন (২৫) পিতা: মৃত শাজাহান মাতা: মমতা ঠিকানা: পূর্ব কাউরাট

৩. হাবিব (১৭) পিতা: রফিক মাতা: হাছনা ঠিকানা: পূর্ব দাপুনিয়া

৪. মোঃ আফাজ পিতা: মাজেদ আলী মাতা: ফিরোজা বেগম ঠিকানা: পশ্চিম কাউরাট

গৌরীপুর থানার আওতাধীন এই এলাকাগুলো থেকে আসা আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে উদ্বেগের পাশাপাশি স্বস্তিও দেখা গেছে, কারণ স্থানীয়রা দীর্ঘদিন ধরে ওই ক্লাবটি নিয়ে বিভিন্ন অভিযোগ করে আসছিলেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা সভা
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা সভা
রাজবাড়ীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ
রাজবাড়ীতে রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ৫০০ কলাগাছ