• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এইচএসসি ২০২৬

নির্বাচনী পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিলো শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ পি.এম.
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি-সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। একইসঙ্গে জানানো হয়েছে, আপাতত কোনো প্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষা নিতে পারবে না।

রোববার (৯ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষযটি জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী পরীক্ষার তারিখ পরে আলাদা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ঢাকা শিক্ষাবোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বানও জানানো হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থেকে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান
আজ থেকে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান
শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএফ
শিক্ষকদের নতুন সংগঠন ইউটিএফ
১৬ নভেম্বর চলতি সালের এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
১৬ নভেম্বর চলতি সালের এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ