• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দেশের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। সে লক্ষ্য নিয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছানোর কাজ চলছে।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট হাইস্কুল মাঠে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জনসভায় এসব কথা বলেন নুর।

তিনি বলেন, ২০২৪ সালে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। তাই এদেশে নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে সব রাজনৈতিক দল মিলে যেহেতু নতুন দেশ গঠিত হয়েছে। তাই দেশ ও জাতীয় স্বার্থে কোনো জোট গঠন করা হবে কিনা তা তফসিল ঘোষণা করলে সিদ্ধান্ত নেয়া হবে। সেই সঙ্গে জুলাই সনদের গণভিত্তি দিতে গণভোটের প্রয়োজন বলেও জানান তিনি।

এ সময় জনসভায় বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, গাইবান্ধা-০৩ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা সভাপতি এস এম মামুনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোট নিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে : আমীর খসরু
গণভোট নিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে : আমীর খসরু
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের
নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল
নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল