• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির নেতার বাড়ির গেটে দুর্বৃত্তের আগুন

নেত্রকোণা প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০২:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোণার সদর উপজেলার গজিনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির গেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। প্রীতম সোহাগ দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের জের ধরে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

প্রীতম সোহাগ বলেন, ‘রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে যায়। এছাড়া ওপরে থাকা বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন দ্রুত নিভে যায়।’

তিনি জানান, আগুনের বিষয়টি সোমবার সকাল ছয়টার দিকে টের পান। ‘গতকাল রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানায় যে আগুন ধরানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাতো ভাই এনামুল হকের মুদি দোকান আছে। তিনি বাড়ি থেকে একটি মোটরসাইকেলে তিনজনকে বের হতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে।’

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরের শিবচরে ছেলের হাতে বাবা খুন!
মাদারীপুরের শিবচরে ছেলের হাতে বাবা খুন!
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে
পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রিতে