• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের সফলতা এসেছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ০২:২৯ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, জুলাই আন্দোলনকে যারা শুধু ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করতে চান তারা নিজস্ব ইচ্ছেই করতে পারেন তবে সেটা সঠিক বিশ্লেষণ না। এ আন্দোলন দূর থেকে নেতৃত্ব দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান, যার ফলে সফলতা এসেছে।

সোমবার (১০ নভেম্বর)  রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ছাত্ররা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন কিন্তু তারেক রহমান ১০ হাজার কিলোমিটার দূর থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্ট ছাত্র জানতার বলা হলেও এটি একদিনে হয়নি, বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষাপটে এ আন্দোলনের সফলতা এসেছে।  
 
এসময় আওয়ামী সরকার সমালোচনা করে তিনি, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিএনপির সকল দলীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন।

মঈন খান বলেন, সমাজ ও সংস্কৃতিকে পিছিয়ে রেখে কোনো দেশ অগ্রগতি করতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই উপলব্ধি থেকেই জাসাস প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশে বঞ্চনা, গুম, খুন ও মিথ্যাচারের রাজত্ব কায়েম ছিল। বিএনপির কর্মীরা তখন ঘরে থাকতে পারেননি। অনেককে গায়েবি মামলায় আসামি করা হয়েছে, আজও অনেকে নিখোঁজ।

জাসাসের নেতাদের উদ্দেশে তিনি বলেন, সংস্কৃতি হলো জাতির আত্মা। বিএনপির সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাসাসকে নতুন করে সংগঠিত হতে হবে—যাতে জনগণের হৃদয়ের ভাষা রাজনীতিতে প্রতিফলিত হয়।

সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সভায় জাসাসের  সদস্য সচিব জাকির হোসেন রোকন, ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল চিন্না মিয়া হোসেন।

অনুষ্ঠান শেষে জাসাসের নতুন প্রকাশনা উন্মোচন করা হয়।

 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার আসনে এনসিপির জোবায়ের মনোনয়নপত্র সংগ্রহ
খালেদা জিয়ার আসনে এনসিপির জোবায়ের মনোনয়নপত্র সংগ্রহ
৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ
৩০০ আসনে প্রার্থী দিবে গণঅধিকার পরিষদ
হাসপাতালে নেওয়া হলো তারেক রহমানকে
হাসপাতালে নেওয়া হলো তারেক রহমানকে