• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় দেড় কেজি গাঁজাসহ দুই নারী আটক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৩:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পৌর শহরের সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার নওদাপাড়া গ্রামের রতনের স্ত্রী চাঁদেরা বেগম (৪৬), ও একই জেলার মিরপুর থানার চুনিয়াপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী হালিমা (৪৫)।

জানা যায়, পাংশা মডেল থানার এসআই ওবায়দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সরদার বাসস্ট্যান্ডে বিসমিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেন। এসময় নারী পুলিশের সহায়তায় তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। জব্দ তালিকা মূলে তা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (এফআইআর নং-৫, জি আর নং-২৫১, তারিখ- ০৯ নভেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা