• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছয় মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের সব টিকিট

স্পোর্টস ডেস্ক    ১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
মাঠে বল দখলের লড়াইয়ে বাংলাদেশ ও ভারত। সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ চরমে। আজ সোমবার দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়!

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস গণমাধ্যমকে বলেন,

‘মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বুক হয়ে গেছে। আমরা নিজেরাও অবাক হয়েছি, যদিও এমনটা হওয়ার আশাই করেছিলাম। এখন ক্রেতারা পেমেন্ট করছে, যার অর্ধেকের বেশি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সাধারণ গ্যালারির কোনো টিকিট অবিক্রিত নেই। এখন ক্লাব হাউস, রেড বক্স ও হসপিটালিটি টিকিটগুলো বিক্রিতে রয়েছে।’

সাম্প্রতিক সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। কিন্তু ভারত ম্যাচের উন্মাদনা বিবেচনায় বাফুফে টিকিটের দাম বাড়িয়ে ৫০০ টাকা করেছে।

এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের আগে বাংলাদেশ আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিটও প্রায় এক সপ্তাহ আগে থেকেই বিক্রি শুরু হয়েছে।

গোলাম গাউস আরও বলেন, ‌‘ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই দর্শকরা নেপাল ম্যাচের টিকিটও সংগ্রহ করবে।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়ান আরচারি সভাপতি  নির্বাচিত বাংলাদেশের চপল
এশিয়ান আরচারি সভাপতি নির্বাচিত বাংলাদেশের চপল
শামির কাছে মাসে ১০ লাখ চান সাবেক স্ত্রী
শামির কাছে মাসে ১০ লাখ চান সাবেক স্ত্রী
কুয়েতের পর আরব আমিরাতের কাছে বিধ্বস্ত ভারত
কুয়েতের পর আরব আমিরাতের কাছে বিধ্বস্ত ভারত