কর্মকর্তাসহ আহত ৩
টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির নেতাকর্মীদের ভাঙচুর

টাঙ্গাইলে গোপালপুরে দলের নেতাকর্মীদের কাজ করে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
এ ঘটনায় তিনজন আহত হয়েছে। এতে গুরুতর আহতবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিএনপির নেতাকর্মীদের কাজ না করার অভিযোগ তুলে আওয়ামী ট্যাগ দিয়ে অফিসে হামলা করে ভাঙচুর করে। এসময় নির্বাচন কর্মকর্তাকে মারধর করে এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। তাদের হামলায় তিনজন আহত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, ‘নির্বাচন অফিসার নানা অনিয়ম, দুর্নীতি ও অপকের্মর সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি দুর্ব্যবহার করেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকর্তার গায়ে আঘাত করার কারণে একটি মামলা দায়ের করা হবে, মামলা প্রক্রিয়াধীন।’
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা পরিদর্শন করে দেখলাম সরকারি অফিসে ভাঙচুর করা হয়েছে। যদি নির্বাচন অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকত তাহলে লিখিত অভিযোগ দিতে পারত। এ বিষয়ে নির্বাচন অফিসার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
ভিওডি বাংলা/ এমএম




