• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালের বিবর্তনে অযত্নে কেয়ারগাতি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ

সাতক্ষীরা প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কালের বিবর্তনে অযত্নে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধেরস্মৃতি বিজরিত কেয়ার গাতিস্মৃতি স্তম্ভ।

ঐতিহ্যবাহী কেয়ারগাতি গ্রামে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হয়েছিল এক রক্তক্ষয়ী নৌযুদ্ধ। সেই যুদ্ধে শহীদ হন দুই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আবুল হোসেন, আব্দুর রহমান, আমিন হোসেন।

তাঁদের স্মরণে নদীর পাড়ে নির্মিত হয় “কেয়ারগাতি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ”। কিন্তু সময়ের ব্যবধানে স্মৃতিস্তম্ভটি এখন অবহেলা ও অযত্নে হারিয়ে যেতে বসেছে।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের প্রবেশদ্বারের গেট মরিচায় ক্ষয়ে গেছে, দেয়ালের রং উঠে গেছে, চারপাশে শুকনো পাতা ও আবর্জনার স্তূপ জমে আছে। স্মৃতিফলকের লিপি বিবর্ণ হয়ে পড়ায় মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ পড়া প্রায় অসম্ভব হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বছরজুড়ে কেউ এখানকার দেখভাল করে না। শুধু ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলে ফুল দেওয়া হয়, তারপর আবার নেমে আসে নীরবতা।

মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবি, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি। তাঁদের ভাষায় “এই স্মৃতিস্তম্ভ শুধু স্থাপনা নয়, এটি আমাদের গর্ব ও ইতিহাসের প্রতীক।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাবের অভিযানে রিফাত বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২
র‍্যাবের অভিযানে রিফাত বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২
রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
কোটচাঁদপুরে ২ শতাধিক জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান
কোটচাঁদপুরে ২ শতাধিক জামায়াত কর্মীর বিএনপিতে যোগদান